এক নজরে উপজেলা নির্বাচন অফিস, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ এর তথ্যাবলী
|
জেলার নাম
|
:
|
চাঁপাইনবাবগঞ্জ
|
|
উপজেলার নাম
|
:
|
ভোলাহাট
|
|
পৌরসভার সংখ্যা
|
:
|
০ (শূন্য)
|
|
ইউনিয়ন সংখ্যা
|
:
|
০৪ (চার) [ ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ]
|
|
জাতীয় সংসদের আসনের নম্বর ও নাম
|
:
|
৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর, নাচোল)
|
|
উপজেলার মোট জনসংখ্যা জনসংখ্যা
(জনশুমারী ২০২১ অনুযায়ী) |
:
|
(ক) পুরুষ : ৫১,০৩৫ জন
(খ) মহিলা : ৫২,২৬৬ জন (গ) হিজড়া : ০ জন মোট : ১,০৩,৩০১ জন |
|
ভোলাহাট উপজেলার মোট ভোটার সংখ্যা
(২২ সেপ্টেম্বর ২০২৪ খ্রি তারিখের CMS পোর্টাল অনুযায়ী) |
:
|
(ক) পুরুষ : ৪২,৭৯০ জন (খ) মহিলা: ৪৩,৮৩৫জন (গ) হিজড়া: ০ জন মোট : ৮৬,৬২৫ জন |
|
আয়তন
|
:
|
১২৩.৫২ বর্গ কিমি।
|
|
জেলা সদর হতে দূরত্ব
|
:
|
৫৫ কি:মি: (প্রায়) |
|
যোগাযোগ ব্যবস্থা
|
:
|
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে দুই রুটে সড়ক পথে ভোলাহাট উপজেলা সদরে যাওয়া যায়। ১) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে কানসাট হয়ে বড়গাছী বাজারের উপর দিয়ে.... ২) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর থেকে রহনপুর হয়ে.... |
|
অবস্থান ও আয়তন
|
:
|
এই উপজেলাটি বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্ব পশ্চিমের চারটি ইউনিয়নের সমন্বয়ে গঠিত। আয়তন ১২৩.৫২ বর্গ কিমি। অবস্থান: ২৪°৪৮´ থেকে ২৪°৫৮´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°০৮´ থেকে ৮৮°১৬´ পূর্ব দ্রাঘিমাংশ।এর উত্তর, পূর্ব ও পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে শিবগঞ্জ উপজেলা ও গোমস্তাপুর উপজেলা।
|
|
ইতিহাস
|
:
|
ভোলাহাট ছিল ঐতিহাসিক গৌড়ের উপশহর। প্রাচীন বঙেগর রাজধানী ঐতিহাসিক গৌড় নগর্। এ উপজেলার লাগোয়া, ঠিক পশ্চিমে ঐতিহাসিক আবুল ফজল খ্যাত “ছাটিয়া ভাটিয়ার” বা আধুনিক ঐতিহ্যবাহী ভাতিয়া বিলের পশ্চিম সংলগ্ন স্থানে অবস্থিত। তাই ভোলাহাট-এর ইতিহাস গৌড় নগরী-কেন্দ্রীক। ভোলাহাট-এ কখন জনবসতি গড়ে উঠেছিল, তা নির্দিষ্টভাবে জানা যায় না।
|
|
ভূতত্ব
|
:
|
বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টি করেছে দেশটির অসংখ্য ছোট-বড় নদী। ভূতত্ত্বিকদের ধারণা যে, আনুমানিক বিশ-বাইশ কোটি বছর আগে এ অঞ্চলটি (সমগ্র বরেন্দ্র অঞ্চল) সমুদ্রগর্ভে নিমজ্জিত ছিল। হিমালয়ের পলি জমে স্তরে স্তরে গড়ে উঠেছে ভূখণ্ডটি। মহানন্দা ও পদ্মা নদীর মধ্যবর্তী ভূভাগের প্রায় ৮,৪০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে যে বরেন্দ্র অঞ্চল, তা পলি গঠিত সমতল ভূমি থেকে প্রায় ১৫-৪০ মিটার উঁচু। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস